প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে গণধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৫ ১৫:৩৪:১৮

ঢাকা: প্রেমিকের সঙ্গে পুরান ঢাকার লালবাগে বেড়াতে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক পরিতোষ চন্দ্র জানান, গতকাল বিকালে তাঁরা দুজনে মিরপুর থেকে লালবাগে বেড়াতে যান। রাত আনুমানিক একটার দিকে লালবাগ থেকে কামরাঙ্গীরচর যাওয়ার সড়কে ওই ছাত্রীকে একটি অন্ধকার জায়গায় দাঁড় করিয়ে রেখে ছেলে বন্ধুটি একটু দূরের দোকান থেকে কিছু কিনে আনতে যান। কিন্তু ফিরে এসে ওই ছাত্রীকে জায়গায় না পেয়ে প্রথমে নিজে খোঁজ করেন। পরে আশপাশের লোকদের বিষয়টি জানান। এর মধ্যে পুলিশের একটি টহল গাড়ি পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে তাদের সহযোগিতায় ভোররাতে একটি ভবন থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় তিন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই তরুণী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই ছাত্রীকে এখন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাঁকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/২২জুলাই/জেবি)