logo ১৭ মে ২০২৫
গফরগাঁওয়ে গৃহপরিচারিকাকে গণধর্ষণ
গফরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৫ ২০:৩৭:৫৬
image

গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৩ বছরের এক গৃহপরিচারিকাকে গণধর্ষণ করেছে স্থানীয় বখাটেরা।


শুক্রবার সোয়া ১টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রায় সাত বছর ধরে পার্শ্ববর্তী বাড়া গ্রামের দরিদ্র সিদ্দিক হোসেনের মেয়ে গৃহপরিচারিকার কাজ করে আসছে।


শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে গৃহকর্তা আব্দুর রাজ্জাক জুমআর নামাজ পড়তে মসজিদে যান। এর আগে গৃহকর্তী আনোয়ারা বেগম নিজের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে গফরগাঁও হাসপাতালে আসেন।


এ সময় ওই কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে পাকাটি গ্রামের মৃত রঞ্জিতের ছেলে মাদকাসক্ত দীলিপ(২২), চারিপাড়া গ্রামের দুলালের ছেলে হৃদয়(১৯) ও মাইজহাটি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক আসাদুল ওরফে আশুসহ (২৬) ওই কিশোরী গণধর্ষণ করে।


ওই সময় ধর্ষিতার চিৎকার শুনে প্রতিবেশি গৃহবধূ রিক্তা বেগম এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। খবর পেয়ে গফরগাঁও থানার সেকেন্ড অফিসার সোহেল রানা ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় গৃহপরিচারিকাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


আব্দুর রাজ্জাক মাস্টারের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, মেয়েটি আমাদের বাড়িতে সাত বছর যাবত কাজ করছে। দুপুরে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে পাষন্ডরা পশুর মত অত্যাচার করেছে।


আব্দুর রাজ্জাক মাস্টারের ছোট ভাইয়ের স্ত্রী রিক্তা আক্তার বলেন, ধর্ষকদের অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি চিৎকার শুরু করে। পরে আমি এগিয়ে গেলে তারা আমার সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।


গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে গফরগাঁও থানার সেকেন্ড অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।


(ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/ইইউ)