চট্টগ্রামে দুগ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৫ ২২:১৬:৪৩

ঢাকা: চট্টগ্রামের সন্দ্বীপ এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে আজ সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মনির হোসেন নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন সন্দ্বীপের মগরাঘরা এলাকার বাসিন্দা।
পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে ছমির গ্রুপ ও রহমান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। দীর্ঘ দিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় আজ এ সংঘর্ষ শুরু হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি ঢাকাটাইমসে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত দুই জনকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেয়া হলে ডাক্তাররা মনিরকে মৃত ঘোষণা করে।
নিহত মনির মগধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সায়ের বাড়ির শামসুল হকের ছেলে। তিনি মগধরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মগধরা ইউপি সদস্য রবিউল আলম ছমিরের বড় ভাই।
প্রতিপক্ষ রহমান গ্রুপের লোকজন ছমির গ্রুপের প্রধান ছমিরের বড় ভাই মনিরের পেটে ছুড়ি ঢুকিয়ে দিলে সে মারাত্মক আহত হয়।পরে সে মারা যায়।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এএ/ইইউ)