মসজিদের খাদেমকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৫ ০৯:০৯:৪৮
ঢাকা: রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদের খাদেম দুলাল গাজীকে (৫০)শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মসজিদের ইমামের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দুলাল গাজীর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। তিনি ১৮ বছর ধরে ধানমণ্ডির ৬/১ চৌধুরী কমিউনিটি সংলগ্ন ঈদগাহ মসজিদে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
ধানমন্ডি মডেল থানার ওসি নূরে আজম মিয়া বলেন, চারতলা মসজিদের দ্বিতীয়তলায় ইমামের রেস্টরুম থেকে খাদেমের লাশটি উদ্ধার করা হয়েছে। তার গলায় গামছা পেঁচানো ছিলো। কক্ষের ভেতরে যে আলমারি বা বাক্স ছিল সেগুলো খোলা অবস্থায় পাওয়া গেছে। চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এমএন)