গোপালগঞ্জে শাহীন হত্যায় তিন ভাই গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৫ ১৯:৪৭:২১

গোপালগঞ্জ: চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলায় ঈদের দিন শাহীন নামের এক তরুণকে নৃশংসভাবে খুনের ঘটনায় তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রবিউল মোল্লা (২৮), শরিফুল মোল্লা (২৫) ও আরিফুল মোল্লা (২২)।
শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চর পাথারিয়া গ্রামের লায়েক মোল্লার মেয়ের সঙ্গে তার ছোট ভাই শওকত আকবর মোল্লার ছেলে শাহীন মোল্লার (১৮) প্রেমের সম্পর্ক ছিল। শাহীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দশম শ্রেণি ও ওই মেয়ে স্থানীয় এক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। কিন্তু এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি লায়েক মোল্লা ও তার পরিবারের লোকজন। এর জের ধরে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লায়েক মোল্লা, তার তিন ছেলে রবিউল মোল্লা (২৮), শরিফুল মোল্লা (২৫) ও আরিফুল মোল্লা (২২) শাহীনকে বাড়ি থেকে ডেকে আনে। এ সময় তারা বাড়ির সামনের রাস্তায় চাকু দিয়ে শাহীনের দুই চোখ উপড়ে ফেলে। এরপর চাপাতি দিয়ে শাহীনের দুই হাতের কবজি থেকে বিচ্ছিন্ন করে। পরে তারা প্রতিবেশী বাবুল কাজীর বাড়িতে গিয়ে শাহীনের বাবা শওকত আকবর মোল্লার দুই হাত ও দুই পায়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় শাহীন ও শওকতকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে শনিবার রাত ১২টার দিকে শাহীন মাওয়া ফেরিঘাট এলাকায় মারা যান।
এ ঘটনায় নিহত শাহীন মোল্লার ছোট ভাই তুহিন মোল্লা গত ২০ জুলাই গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চাচা লায়েক মোল্লা, চাচী শেফালী বেগম, তিন চাচাতো ভাই রবিউল, শরিফুল ও আরিফুল এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়।
(ঢাকাটাইমস/৩১জুলাই/জেবি)