ঢাকা: রাজধানীর মিরপুরে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পীরের বাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি জানান, সন্ধ্যায় শিশুটি বাসায় একা ছিল। ওই সময় পাশের বাড়ির রাসেল (২০) নামের এক যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে চিৎকার করলে পালিয়ে যায়। মা ফিরে আসলে শিশুটি ঘটনা জানায়। মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুকতারুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
(ঢাকাটাইমস/২আগস্ট/এএ/জেএস)