সাবেক এমপি মণ্ডলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৫ ১৫:০৫:০৮

ঢাকা: বিএনপি নেতা ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, এমপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে নিজ এলাকাসহ রাজধানীতে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়েছেন তিনি।
এ সব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও বেশকিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে এ অনুসন্ধান শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন নূর মোহাম্মদ মণ্ডল।
(ঢাকাটাইমস/৩আগস্ট/জেবি)