logo ১৭ মে ২০২৫
ডেমরায় ফের প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৫ ০৯:২১:৪৪
image

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফঁসের জন্য অবৈধ আর্থিক লেনদেন ও ভুয়া বিকাশ একাউন্ট খোলার কারণে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতদের নাম-পরিচয় আপাতত জানা যায়নি।


সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার সকাল নয়টার সময় ডিএমপির মুঠোফোন থেকে প্রেরিত এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানা গেছে।


এ ব্যাপারে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


এর আগে গত রবিবার রাতে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে ডেমরা থেকে তিনজনকে আটক করা হয়।


(ঢাকাটাইমস/৪আগস্ট/এএ/এমএন)