পাওনা টাকার জের, ভাইয়ের হাতে বোন খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ আগস্ট, ২০১৫ ১২:১৬:১৩
ঢাকা: রাজধানী ঢাকার বংশালে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে এক বোন খুন হয়েছেন। খুনের শিকার ওই নারীর নাম আসমা আক্তার (৪৫)। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। বংশালের কসাইটুলি ৪৫ নম্বর বাসায় থাকতেন আসমা। আর ‘ঘাতক’ ভাইয়ের নাম আকবর বলে জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আসমার ছেলে সুমন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘এক সপ্তাহর কথা বলে ১৫ লাখ টাকা মার কাছ থেকে নিয়েছেন আকবর। এই টাকা চাওয়ায় আজ সকালে বাসায় এসে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাকে। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাসও এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ
(ঢাকাটাইমস/৫আগস্ট/এএ/এমএম)