logo ১৭ মে ২০২৫
জাতীয় পরিচয়পত্র দালালচক্রের ৬ সদস্যের দণ্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৫ ২১:১৬:২৭
image

ঢাকা: রাজধানীর আগারগাঁও ইসলামী ফাউন্ডেশন অফিসের সামনে অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও সংশোধন দালালচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের পর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন শেখ (২৪), শাহীন আহমেদ (২৬), সোহরাব হোসেন (৪৫), সজল হাওলাদার (২০), মো. শুভ (২৪) ও আরিফ শেখ (২৫)।


র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত রবিবার দুপুরে এ অভিযান চালায়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, জাতীয় পরিচয়পত্র হারানো প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৩০০-৫০০ টাকায় অতি দ্রুত হারানো আইডি কার্ড তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ ও বিরক্ত করছিল। জাতীয় পরিচয়পত্র হারানো প্রার্থীরা দালালচক্রের প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত দালালচক্রের সদস্যরা সাধারণ জনগণকে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অহেতুক নাজেহাল করেন। অনেক ক্ষেত্রে অল্প সময়ে জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ক্ষেত্রবিশেষ হয়রানির পর জাতীয় পরিচয়পত্র প্রদান ও অনেক সময় জাতীয় পরিচয়পত্র প্রদান না করেও প্রতারণা করে আসছিল।


মাকসুদুল আলম জানান, এসব ঘটনায় র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল ইসলামী ফাউন্ডেশনের সামনে অভিযান চালিয়ে দালালচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে। এরপর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারকৃত স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে জেল ও জরিমানা করেন। এরমধ্যে রিপন শেখকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড, শাহীন আহমেদকে দুই মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, সোহরাব হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড; সজল হাওলাদার, মো. শুভ ও আরিফ শেখকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।


(ঢাকাটাইমস/৯আগস্ট/এএ/জেবি)