পশ্চিমাদের উদ্বেগ: সতর্ক আওয়ামী লীগ
তানিম আহমেদ ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৩১:০৯

ঢাকা: বাংলাদেশ সফরে আসার দুদিন আগে হঠাৎ জানা গেল, নির্ধারিত দিনে আসছে না অস্ট্রেলিয় ক্রিকেট দল। যে কারণটা তারা দেখিয়েছে তা বাংলাদেশের জন্য বিব্রতকর। বাংলাদেশে অস্ট্রেলিয়দের নিরাপত্তা বিঘ্নি হতে পারে, দেশটির আছে এমন তথ্য আছে বলে জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে প্রতিনিধি দলের সফরের মধ্যেই গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালীয় নাগরিকের গুলিতে মৃত্যু, জঙ্গি সংগঠন আইএসের নামে দায় স্বীকার, বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নাগরিকদেরকে দেশটির সরকারের সতর্ক করে দেয়ার ঘটনা সরকারের জন্য একই সঙ্গে উদ্বেগের এবং বিব্রতের।
৯০ দশক থেকেই বেশ কিছু আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর তৎপরতা আছে বাংলাদেশে। তবে তাদের বিরুদ্ধে সাফল্যও আছে সরকারের। হরকাতুল জিহাদ এবং হাল আমলের আলোচিত আনসারউল্লাহ বাংলাটিমের শীর্ষ নেতারা কারাগারে। প্রায়ই ধরা পড়ছে তাদের কর্মীরা। কিন্তু এর মধ্যেই বেশ কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট খুনের পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার পক্ষ থেকে দায় স্বীকার, তাদের সঙ্গে দেশীয় সংগঠন আনসারউল্লাহর যোগসাজস, বাংলাদেশে আইএসের প্রশিক্ষণ, বাংলাদেশ থেকে আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া, তুরস্কে যাওয়ার ঘটনাও এসেছে গণমাধ্যমে।
এই সময়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে পশ্চিমাদের উদ্বেগ নতুন মাত্রা জারি করেছে। জঙ্গি নির্মূলে সরকারের সাফল্যের মধ্যেও এসব ঘটনা প্রশ্ন তৈরি করেছে। স্বভাবতই উৎকণ্ঠা ছড়িয়েছে সরকার দল আওয়ামী লীগে। দেশের স্থিতিশীল সময়ে চারটি দেশের এমন সতর্কতাকে স্বাভাবিকভাবে দেখছেন না নেতারা। এ পরিস্থিতি নিয়ে আজ দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে।
দলটির নেতারা বলছেন, দেশ এখন শান্তিপূর্ণ সময় বিরাজ করছে। এসময়ে এমন ঘোষণা স্বাভাবিক কোন বিষয় নয়। এ বিষয়ে বাংলাদেশ বিরোধী শক্তিগুলো সক্রিয় রয়েছে। তারাই হয়ত কলকাঠি নাড়ছে।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘যখন দেশে শান্তিপূর্ণ সময় বিরাজ করছে তখন এসব ঘটনা মোটেও স্বাভাবিকভাবে নেয়ার সুযোগ নেই। আমার মনে হয় এটার সাথে অন্য কোন শক্তি জড়িত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি’।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/টিএ/ডব্লিউবি)