অবরোধ নিয়ে যুক্তরাজ্যের বক্তব্যে বিব্রত ২০ দল
১২ অক্টোবর, ২০১৫ ২০:২৯:৪৬

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিন থেকে সরকারের পতন দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ডেকে তা প্রত্যাহার করতে ভুলে গেছে বিএনপি-জামায়াতের নেতৃত্বে ২০ দলীয় জোট। অকার্যকর হয়ে যাওয়া কর্মসূচির বিষয়ে কী অবস্থান দলের, তা জানেন না শীর্ষ নেতারাও। আসলে এর কথা ভুলেই দল পুনর্গঠনসহ নানা কর্মসূচি চালাচ্ছে বিএনপি। এর মধ্যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্যের এক বিবৃতি যেন হুঁশ ফিরলো নেতাদের।
যুক্তরাজ্যের এই সতর্কবার্তা প্রকাশের পরই বিএনপির নেতারা জানতে পারেন মানুষের মানসপট থেকে প্রায় মুছে যাওয়া অবরোধ চলছে ২৮০ দিনেরও বেশি দিন ধরে। আর বিষয়টি নিয়ে এখন যারপরনাই বিব্রত শরিক দলগুলোর নেতারা। তারা বলছেন, বিভিন্ন সময়ে রাজনীতিতে বিএনপিকে ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হয়েছে।
এরসঙ্গে একমত বিএনপির শীর্ষ নেতারাও। বেশ কয়েকজনের সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ করে কিছু বলতে রাজি হননি। নেতারা বলছেন, যেহেতু চেয়ারপারসন অবরোধের ঘোষণা দিয়েছেন তাই আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের বিষয়টিও তার ওপর নির্ভর করে।
যদিও বেশ কিছুদিন অবরোধ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেছিলেন, ‘দেশে আর কোনো স্ট্রাইক নেই। আর আছে কি নাই তা তো আপনারা দেখতেই পাচ্ছেন’।
তবে নীতিনির্ধারণী পর্যায়ের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। কারণ মার্চের দিকে অবরোধ অকার্যকর হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হয়নি। এটা করলে যুক্তরাজ্য এ নিয়ে কথা বলার সুযোগ পেত না’।
জোটের শরিক এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিষয়টি সত্যিই বিব্রতকর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার হলে বিভ্রান্তি কেটে যেত’।
যুক্তরাজ্যের সতর্কবার্তার পর টনক নড়েছে বিএনপির। সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, ‘এটা নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই গেছে বলে মনে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই উল্লেখ করেছেন, আমাদের আর কোনো কর্মসূচি নেই। আমি আবার পুনর্ব্যক্ত করছি, সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মসূচি বহাল নেই। কর্মসূচি বলতে হরতাল, কর্মসূচি বলতে অবরোধ বা ধর্মঘট নেই’।
এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ২৮০ তম দিনে গড়াল আজ সোমবার। জোটের ‘চলমান’ এই হরতাল ও অবরোধ নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশটি তাদের দেশের নাগরিকদের সতর্ক করে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও তাদের ফেসবুক পেজে সতর্কবার্তাটি আপলোড করা করা হয়।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/বিইউ/জেবি/ডব্লিউবি)