logo ১৭ মে ২০২৫
আল্লাহর প্রিয়পাত্র হওয়ার উপায়
ইসলাম ডেস্ক
১০ জানুয়ারি, ২০১৬ ১৬:১৩:৪৪
image

ঢাকা: মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি। স্রষ্টা হিসেবে মানুষের সঙ্গে সম্পর্ক সুগভীর। আল্লাহ মানুষকে ভালো না বাসলে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করতো না। মুনিবের সঙ্গে সম্পর্কের ওপর যেমন একজন চাকরের প্রাপ্তি নির্ভর করে তেমনি একজন মানুষের জীবনের সাফল্য নির্ভর করে স্রষ্টার সঙ্গে সম্পর্কের ওপর। আল্লাহ চান মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকুক। প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা এবং তার নির্দেশাবলি সামনে রাখা মানুষের কর্তব্য। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত গভীর হবে দুনিয়া-আখেরাতে সে তত সফল হবে। পৃথিবীতে যত নবী-রাসূল ও আল্লাহর প্রিয় বান্দা অতীত হয়েছেন তাদের সবারই প্রভুর সঙ্গে ছিল নিবিড় সম্পর্ক।


আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কিভাবে সুদৃঢ় হবে ব্যবস্থাপত্র রাসূল সা. দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ সব সময় আল্লাহর কাছে চাইতে থাকবে এবং দোয়া করবে-এতেই আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। মূলত আল্লাহর জিকির অন্তরে গেঁথে যাওয়াই হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। মানুষের সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে হয় তখন সে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে পারে। স্রষ্টার সঙ্গে সম্পর্ক থাকলেই মানুষের মধ্যে সৎ গুণাবলী প্রকাশ পায়, বদ অভ্যাসগুলো আস্তে আস্তে সরে যায়। রাসূল সা. বলেছেন, যখনই তোমার কোনো সমস্যা বা বিপদাপদ দেখা দেবে তুমি আল্লাহর কাছে চাইবে, তার দরবারে ফরিয়াদ জানাবে। এতে তোমার সমস্যার যেমন সমাধান হবে তেমনি সম্পর্ক গাঢ় হবে স্রষ্টার সঙ্গে। এজন্য রাসূল সা. মাসনুন দোয়া শিক্ষা দিয়েছেন। প্রতিটি কাজেকর্মে কী দোয়া পড়তে হবে সে শিক্ষা হাদিস থেকে পাওয়া যায়। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজেকর্মে যে দোয়াগুলো রাসূল সা. শিখিয়েছেন সেগুলোর নিয়মিত চর্চা করলেই আল্লাহকে সবসময় স্মরণ রাখা যায়। এতে তার সঙ্গে সম্পর্কও মজবুত হয়।


আল্লাহ চান মানুষ তার কাছে সব সময় নত হয়ে থাকুক, তার মহান দরবারে আকুতি-মিনতি জানাতে থাকুক। এর দ্বারা আল্লাহর কোনোই লাভ-ক্ষতি নেই, তবে বান্দার শুধুই লাভ। যে বান্দার সম্পর্ক তার স্রষ্টার সঙ্গে মজবুত সে বান্দার দুনিয়া আখেরাতে কোনো ভাবনা নেই। আল্লাহর কাছে যে প্রিয় হয়ে যায়, তার আর কোনোকিছুর প্রয়োজন পড়ে না। এজন্য প্রত্যেকের উচিত আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করা এবং তার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করা।


(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)