logo ২১ এপ্রিল ২০২৫
বিএসআরএমের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪২:৫৯
image



ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।






আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।






২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি (ইপিএস) আয় হয়েছে ৪.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি ডাইলুটেড ইপিএস ৪.৭৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৫৫.২৮ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে (১০.১৬) টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭০ পয়সা এবং ডাইলুটেড ইপিএস ছিল ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।






(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমআর)