সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১০:১৬
ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
দুপুর ১২টা পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। আজ ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে সিএসইতে ৭ কোটি টাকার কিছু বেশি শেয়ার লেনদেন হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।
ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৩ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এমআর)