শরণার্থী শিবিরে ধর্ষিত হচ্ছে কিশোররা
ঢাকাটাইমস ডেস্ক
০৫ মার্চ, ২০১৬ ১৯:০৬:০২

ঢাকা: ফ্রান্সের ক্যালেস জঙ্গলের শরণার্থী শিবিরে কিশোররা ধর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবীরা। নিরাপত্তা বিধানের অভাবে ওই অঞ্চলে হাজার হাজার শিশু যৌন নিগ্রহের ঝুঁকির মধ্যে রয়েছে।
যুক্তরাজ্যের ইনডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, ফরাসি শহরটির বাইরে অবস্থিত ওই শিবিরের চিকিৎসা স্বেচ্ছাসেবকরা বলছেন, গত ছয় মাসে তারা ১৪ থেকে ১৬ বছর বয়সী সাতজন বালককে চিকিৎসা দিয়েছেন, যারা ধর্ষণের শিকার হয়েছে।
তারা বলছেন, ধর্ষণের ঘটনায় এসব বালকের সার্জারির প্রয়োজন হয়। কিন্তু তাদের মধ্যে মাত্র একজন হাসপাতালে গেলেও বাকিরা ভয়ে সার্জারি করেনি। তা ছাড়া যৌন নিগ্রহের শিকার হয়েছে এই লজ্জায় তারা সার্জারির করতে চাইছে না।
স্বেচ্ছাসেবকদের এই অভিযোগের সত্যতা প্রমাণে ইনডিপেন্ডেন্টের প্রতিবেদক ক্যালেস জঙ্গলের শরণার্থী শিবিরের দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। শিবিরে বালকদের ধর্ষণ হওয়ার বিষয়টি ওই চিকিৎসক স্বীকার করেন।
ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ওই অঞ্চলটিতে সঙ্গীহীন শরণার্থী শিশুরা যৌন নিগ্রহের ঝুঁকির মধ্যে রয়েছে।
তবে শরণার্থী শিবিরের কিশোরদের কারা ধর্ষণ করছে সে বিষয়ে কোনো তথ্য ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
(ঢাকাটাইমস/৫মার্চ/জেডএ/মোআ)