ইউএস-বাংলায় কেবিন ক্রু পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মার্চ, ২০১৬ ১৪:১৬:৪৮

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স কেবিন ক্রু পদে জনবল নিয়োগ দেবে। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি অনভিজ্ঞদেরও চাকরি দেবে প্রতিষ্ঠানটি।
শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি, এ-লেভেল বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি অনভিজ্ঞ প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে। আবেদনকারীদের ওজন প্রার্থীদের উচ্চতা অনুযায়ী হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারীদের বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের অবশ্যই সাঁতার জানতে হবে।
বয়স
নতুন প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৪ বছর এবং অভিজ্ঞদের জন্য বয়স ২০ থেকে ৩০ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদন করতে পারবেন ‘এইচআর ডিপার্টমেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ৭৭- সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে
[email protected] ই-মেইল ঠিকানায়।
(ঢাকাটাইমস/১২মার্চ/জেবি)