logo ২২ এপ্রিল ২০২৫
পরিবর্তন আসছে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান পদে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ১২:৩৭:৫৪
image



ঢাকা: বিমানের চলমান সংকট কাটিয়ে উঠতে সিভিল এভিয়েশনের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হককে সরিয়ে দেয়া হচ্ছে। এ পদে নতুন মুখ আসছে। তবে কাকে এই পদে নিয়োগ দেয়া হবে তা এখনো জানা যায়নি।






আজ রবিবার সকালে সানাউল হককে সরিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।






প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা থেকে বিমানের সরাসরি লন্ডনের কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও একইভাবে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ার মতো যুক্তরাজ্যও একই সুরে অপর্যাপ্ত নিরাপত্তা ও জনবলের অভাবের জন্য সিভিল এভিয়েশনের গাফিলতি ও অবহেলাকে দায়ী করেছে।






(ঢাকাটাইমস/১৩মার্চ/এইচআর/জেবি)