logo ২২ এপ্রিল ২০২৫
বেবিচকের নতুন চেয়ারম্যান হচ্ছেন এহসানুল গনি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ১৩:৫০:৪১
image



ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী।






আজ রবিবার যেকোনো সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।






এর আগে আজ সকালে বিমানের চলমান সংকটের প্রেক্ষাপটে চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।






সানাউল হককে পরিবর্তন করতে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল উঠানো হয়। সেটা আঁচ করতে পেরে নিজ থেকেই সরে গেলেন সানাউল হক।






প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা থেকে বিমানের সরাসরি লন্ডনের কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথা রয়েছে। এর আগে অস্ট্রেলিয়াও একইভাবে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ার মতো যুক্তরাজ্যও একই সুরে অপর্যাপ্ত নিরাপত্তা ও জনবলের অভাবের জন্য সিভিল এভিয়েশনের গাফিলতি ও অবহেলাকে দায়ী করেছে। এ প্রেক্ষাপটে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছে।






(ঢাকাটাইমস/১৩মার্চ/এইচআর/জেবি)