এক যুগ্ম ও দুই উপসচিবের পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ২০:১০:০১

ঢাকা: প্রশাসনে এক যুগ্মসচিব ও দুই উপসচিবকে পদোন্নতি এবং পাচঁ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. খায়রুল ইসলামকে যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসনে নিয়োগ দেযা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. মিজানুর রহমানকে উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসনে নিয়োগ দেযা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(সিনিয়র সহকারী সচিব) রহিমা বেগমকে উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসনে নিয়োগ দেযা হযেছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব বেগম ফাতেমা রহিমা ভীনাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আসাদুল হককে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়।
সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেনকে সড়ক ও মহাসড়ক বিভাগে দেয়া হয়েছে।
সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব রাফাত আফরীন দিনাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইছমত উল্লাহকে ভূমি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে পদায়নের লক্ষ্যে সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আহসানকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় শাখায় ন্যস্থ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এইচআর/এআর/ঘ.)