মেকআপে উধাও ব্রণের দাগ
ঢাকাটাইমস ডেস্ক
১৭ মার্চ, ২০১৬ ১৭:১৭:৫১

ঢাকা: ব্রণ বা অ্যাকনি ত্বকের তেলগ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ডের একটি প্রদাহজনিত রোগ। মুখে ব্রণ বা ফুসকুড়ি সবার জন্যই অস্বস্তিদায়ক। এই ধরনের সমস্যা হলে তা যেমন একদিকে বিরক্তিকর, তেমনই মুখের সৌন্দর্যকে বহুলাংশে কমিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে একবার ব্রণ হলে তা আর সারতে চায় না। তৈলাক্ত ত্বকে এই ব্রণের সমস্যা আরো বেশি দেখা যায়। ব্রণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। চলুন জেনে নেয়া যাক মেকআপের মাধ্যমে কিভাবে ব্রণ বা ব্রণের দাগ লুকানো যায়।
- ব্রণের দাগগুলোতে কাজ শুরু করার আগে ভালোভাবে মুখ ধুয়ে নিন।
- তারপর পুরো মুখ জুড়ে প্রাইমার ব্যবহার করুন অথবা শুধু ব্রণের দাগগুলোতে প্রাইমার ব্যবহার করতে পারেন।
- কনসিলার একটি ব্রাশে নিয়ে দাগের জায়গুলোতে ভালোভাবে লাগিয়ে নিন। আমাদের পরামর্শ হচ্ছে, আপনি সবুজ রঙের কনসিলারের সঙ্গে লাল রঙের কনসিলার মিশিয়ে নিন। আর আপনার ব্রণের রঙ উজ্জ্বল লাল না হয়ে থাকলে হলুদ রঙের কনসিলার ব্যবহার করতে পারেন।
- কনসিলার ত্বকের সঙ্গে মিশে যাওয়ার পর ফাউন্ডেশন ব্যবহার করুন।
- দাগগুলো ভালোভাবে লুকানোর জন্য অল্প পরিমাণে পাউডার ব্যবহার করতে পারেন। উপরোক্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর মেকআপ করে নিন।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এসআই)