স্পেনের পাহাড়ে ‘ড্রাগন’ বাড়ি
ঢাকাটাইমস ডেস্ক
১৭ মার্চ, ২০১৬ ২২:১২:১৪

ঢাকা: সমুদ্রের ধারে পাহাড়ের খাঁচ কেটে তৈরি করা হয়েছে নান্দনিক সৌন্দর্যপূর্ণ এই বাড়িটি। বাড়িটিকে লোকে ‘ড্রাগন’ বাড়ি বলেও ডাকে। স্পেনের দক্ষিণাঞ্চলের ক্রান্তীয় উপকূলীয় শহর সালোব্রেনাতে এই সুন্দর স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। এই বাড়িটির নাম ‘কাসা ডেল আকানটিলেডো’ বা ‘হাউস অব দ্য ক্লিফস।’
বাড়িটি দেখতে শুধু চিত্তাকর্ষক নয়। এর অসাধারণ স্থাপত্যেশৈলী যে কারো মন কেড়ে নিতে বাধ্য। জিঙ্ক টাইলস দ্বারা নির্মাণ করা হয়েছে বাড়িটি।
চমৎকার এই বাড়িটির ডিজাইন করেছে স্পেনের গিলবার্তোলোম আর্কিটেক্টস। এই প্রতিষ্ঠানটি তাদের অসাধারণ সব নির্মাণশৈলীর জন্য অতীতে অনেক পুরষ্কারও পেয়েছে।
স্থাপত্যটি বাইরে থেকে দেখতে যেমন চমৎকার এর ভিতরটা আরও মনোমুগ্ধকর। এর অভ্যন্তরে রয়েছে ছোট একটি সুইমিং পুল। যেখান থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায়। দু’তলা বাড়িটির উপরে নিচে বেশ কয়েকটি স্বচ্ছ কাঁচের জানালা রয়েছে। এই জানালার পাশে দাঁড়িয়েও সমুদ্রের নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায়। বাড়িটি ছাদ নির্মাণ করা হয়েছে মেটাল বা ধাতব পদার্থ দিয়ে। এর অভ্যন্তরে তিনটি শয়নকক্ষ রয়েছে।
স্পেনের এই অঞ্চলটিতে তাপমাত্রা একটু বেশি থাকে। তাতে চিন্তার কিছু নাই। বাড়িটি এমনভাবে নির্মাণ করা হয়েছে বাইরে যতই তাপমাত্রা থাকুক না কেন এর ভিতরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে।
বাড়িটির ডিজাইন করেছেন পাবলো গিল এবং জেইমি বার্তোলমি। স্থপতিদ্বয় বলেন, বাড়টির আকৃতি এবং মেটালিক ছাদ প্রাকৃতিক এবং কৃত্রিমতার একটি অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এসআই)