বাংলালিংকে আকর্ষণীয় দুই পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৬ ১৫:৫৪:৪০

ঢাকা: টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক দুটি আকর্ষণীয় পদে জনবল নিয়োগ দেবে। পদ দুটি হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার।পদগুলোতে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—কন্ট্রাক্ট সেন্টার সিস্টেম
বিএসসি, সিএসই, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকসে ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে ২ এপ্রিল, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমে।
অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার—এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট
সিএসইতে বিএসসি, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টে আট থেকে নয় বছরের অভিজ্ঞতাসহ পিপল ম্যানেজমেন্টে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে ২ এপ্রিল, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমে।
(ঢাকাটাইমস/২৯মার্চ/জেবি)