logo ২০ এপ্রিল ২০২৫
৩৩৪ জন শিক্ষানবিশ নিয়োগ দেবে টিআইসিআই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৬ ১১:৩৭:২২
image



ঢাকা: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে পরিচালিত ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ (টিআইসিআই) ৩৩৪ জন শিক্ষানবিশ নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।






যোগ্যতা






বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষানবিশ পদে। তবে আবেদনকারীদের এসব পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও উচ্চতর গণিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ ২.৫ পেয়ে পাস করতে হবে।






এছাড়া, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পাস এবং সরকার অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে টিসিসির মেশিনিস্ট, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, টার্নার (লেদ), ওয়েল্ডিং, ফিটিং (ভালভ), মিল রাইটস বা বেঞ্চ ফিটারে দুই বছর মেয়াদি সনদধারীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ ২.৫ পেয়ে পাস করতে হবে।






বয়স






২২ মার্চ, ২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৭ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের জন্য বিস্তারিত জানতে পারবেন বিসিআইসির ওয়েবসাইট (www.bcic.gov.bd) এবং টিআইসিআইর ওয়েবসাইটের (www.tici-bcic.org) মাধ্যমে। আবেদন করা যাবে ২২ মার্চ রাত ১২টা পর্যন্ত।






(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)