লংকাবাংলায় আকর্ষণীয় বেতনে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ১১:৩৩:৩৯

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ দেবে। পদটিতে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
বিবিএ, এমবিএ, এমবিএম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি এবং আইন থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আবেদনকারীদের বয়স ৩১ মার্চ-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
বেতন
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে প্রার্থীদের বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রবেশনকাল শেষে প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত করা হবে। পদোন্নতির পর ৬৬ হাজার টাকা বেতন দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন লঙ্কাবাংলা ফাইন্যান্সের ওয়েবসাইটের (
[email protected]) মাধ্যমে। এ ছাড়া জীবনবৃত্তান্ত ও ছবিসহ আবেদনপত্র পাঠানো যাবে মানবসম্পদ বিভাগ, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সাফুরা টাওয়ার (লেভেল-১১), ২০, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। আবেদনপত্র সংগ্রহ করা হবে ৩১ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৩মার্চ/জেবি)