কেন্দ্রীয় ব্যাংকের চাকরির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৩ মার্চ, ২০১৬ ২১:৩১:৩০

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ওয়েসাইটে ঢুকতে পারছেন না চাকরিপ্রত্যাশীরা। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের তিন পদে প্যানেল প্রস্তুতির জন্য দুই হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এই আবেদন করতে হয়। ওয়েবসাইটে ঢুকতে না পারায় বিপাকে পড়েছেন অসংখ্য চাকরিপ্রত্যাশী।
শুরুর দিকে আবেদন করতে সমস্যা না হলেও গত এক সপ্তাহ ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি এতই নাজুক যে,নির্ধারিত সময় অনলাইনে আবেদন করা যাবে কি না তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র অফিসার পদে আবেদনের শেষ সময় ১৬ মার্চ,অফিসার পদে ২৩ মার্চ এবং অফিসার ক্যাশের জন্য ৩০ মার্চ।
বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ লোপাটের পর থেকে ব্যাংকটির ওয়েবসাইটে আর ঢোকা যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছিল,সার্ভার উন্নয়নের কাজ চলছে। খুব শিগগির এই সমস্যার সমাধান হয়ে যাবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির জেনারেল ম্যানেজার লায়লা বিলকিস আরা ঢাকাটাইমসকে জানান, ‘এক সঙ্গে অনেকেই সাইটে ঢুকতে যাওয়ায় এই সমস্যা হচ্ছে। দৈনিক প্রায় ৫০ হাজার চাকরিপ্রার্থী ঢোকার চেষ্টা করছে। ফলে সাইটে সমস্যা দেখা দিচ্ছে। আমরা সার্ভার বাড়ানোর চেষ্টা করছি। আশা করছি শিগগিরই এই সমস্যা সমাধান হবে।’
(ঢাকাটাইমস/ ১৩ মার্চ/ বিইউ/এমএম/ এআর /ঘ.)