logo ২০ এপ্রিল ২০২৫
সোনালী ব্যাংকে নিয়োগ
সিনিয়র অফিসার পদে আবেদনের সময় বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৬ ১২:২০:২২
image



ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না চাকরিপ্রত্যাশীরা। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের তিন পদে প্যানেল প্রস্তুতির জন্য ‍দুই হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এই আবেদন করতে হয়। ওয়েবসাইটে ঢুকতে না পারায় বিপাকে পড়েছেন অসংখ্য চাকরিপ্রত্যাশী। এমন পরিস্থিতিতে সিনিয়র অফিসার পদে আবেদনের সময় বাড়ানোর চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক।






শুরুর দিকে আবেদন করতে সমস্যা না হলেও গত এক সপ্তাহ ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি এতই নাজুক যে,নির্ধারিত সময় অনলাইনে আবেদন করা যাবে কি না তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।






গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র অফিসার পদে আবেদনের শেষ সময় ১৬ মার্চ,অফিসার পদে ২৩ মার্চ এবং অফিসার ক্যাশের জন্য ৩০ মার্চ।






নির্দেশনা অনুযায়ী এসব পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। কিন্তু পরবর্তী ধাপে ঢুকতে গেলে লেখা আসছে Bangladesh Bank Recruitment Site is under maintenance, Sorry for temporary inconvenience.






বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ লোপাটের পর থেকে ব্যাংকটির ওয়েবসাইটে আর ঢোকা যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছিল,সার্ভার উন্নয়নের কাজ চলছে। খুব শিগগির এই সমস্যার সমাধান হবে।






জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির জেনারেল ম্যানেজার লায়লা বিলকিস আরা ঢাকাটাইমসকে জানান, ‘গতকাল থেকে সমস্যার সমাধান হয়েছে। এর আগের তিনদিন এমন সার্ভারে সমস্যার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে চাকরিপ্রত্যাশীদের। এখন গভর্নর বিদেশে আছেন। তিনি দেশে আসলে আবেদনের মেয়াদ বাড়ানোর নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে সিনিয়র অফিসার  পদে আবেদনের সময় দুই তিনদিন বাড়নো হতে পারে।






(ঢাকাটাইমস/১৪মার্চ/টিএ/জেডএ)