তিন পদে জনবল নেবে আদ-দ্বীন হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৬ ১১:২১:৩৩
ঢাকা: রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) পদের জন্য এমবিবিএস, এফসিপিএস/এমডি/সমমান শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কাউন্সিলর- মহিলা পদে পুষ্টিবিদ্যায় সম্মানসহ স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
কম্পিউটার অপারেটর- মহিলা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কম্পিউটারে ডিপ্লোমা/এইচএসসি।
নির্বাহী পরিচালক, আদ-দ্বীন ফাউন্ডেশন, করপোরেট অফিস, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭ এই ঠিকানায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৪মার্চ/জেবি)