logo ২০ এপ্রিল ২০২৫
৮৩৪টি অফিসার পদে জনবল নেবে জনতা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মার্চ, ২০১৬ ১৫:৫০:৩৯
image



ঢাকা: রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার (ইও) পদে ৮৩৪ জনকে নিয়োগ দেবে।  আগামী ১০ এপ্রিল পর্যন্ত পদটিতে আবেদন করা যাবে।






যোগ্যতা






চার বছরমেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।






বয়স






আবেদনকারীদের বয়স ২৬ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে ২১ থেকে ৩০ বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।






বেতন






নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা ২০ মার্চ থেকে ১০ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.org.bd) মাধ্যমে।






(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)