logo ২০ এপ্রিল ২০২৫
এশিয়ান পেইন্টসে আকর্ষণীয় পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৬ ১৬:৩৩:০৭
image



ঢাকা: রং নির্মাতা প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস টেরিটরি সেলস ইনচার্জ ও অফিসার-অ্যাডমিন পদে জনবল নিয়োগ দেবে। আকর্ষণীয় এই পদে চাকরির বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে।






যোগ্যতা






টেরিটরি সেলস ইনচার্জ পদে স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শিক্ষাজীবনে আকর্ষণীয় ফলপ্রাপ্ত অনভিজ্ঞ ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।  






অফিসার- অ্যাডমিন পদে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।






বেতন






পদগুলোতে নিয়োগপ্রাপ্তরা পাবেন আকর্ষণীয় বেতন। এ ছাড়া থাকবে ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।






আবেদন প্রক্রিয়া






 আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, এশিয়ান পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড, বাসা# ৪২৮/এ (পঞ্চম ফ্লোর), রাস্তা# ৩০, নতুন ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়। ইমেইলের ক্ষেত্রে বিষয় স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। টেরিটরি সেলস ইনচার্জ পদে ১৬ এপ্রিল এবং অফিসার- অ্যাডমিন পদে ৩১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।






(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি)