logo ১৫ জুলাই ২০২৫
মারজিয়ার ‘টোয়াইভ’ এ বৈশাখী কালেকশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৬ ১৩:২১:৪৯
image



ঢাকা: দরজায় কড়া নাড়ছে বৈশাখ ।তরুণ প্রজন্ম তৈরি হয়ে গেছে নতুন বাংলা সালকে বরণ করে নিতে। আর সবচেয়ে বেশি নজর দিচ্ছে পোশাক বেছে নিতে। রঙ আর কাপড়ের বাহার ছাড়া পহেলা বৈশাখ কি আর জমে? বিভিন্ন বুটিকগুলো তাই তৈরি করেছে তাদের পহেলা বৈশাখ কালেকশন।






এই বৈশাখকে কেন্দ্র করে ফ্যাশন ডিজাইনার মারজিয়া মেহজাবীন তৈরি করেছেন তার বৈশাখী ড্রেস কালেকশন। বৈশাখী রঙের ছটায় ভরা এই কালেকশনে আনা হয়েছে বিভিন্ন বৈচিত্র্য। মূলত দম্পতিদের কথা মাথায় রেখে এই কালেকশন করা, জানালেন মারজিয়া।






পাঞ্জাবি আর লং কুর্তিতে আনা হয়েছে একই ধরনের মোটিভ। এই ডিজাইনগুলো কাপল ছাড়াও পরতে পারবেন।






তিনি জানান,গরমের কথা মাথায় রেখে পোশাক তৈরি করা হয়েছে। যাতে ক্রেতাদের গরমে কিছুটা হলেও আরাম বোধ হয়।






এই পোশাকগুলো পাওয়া যাচ্ছে তার নিজস্ব অনলাইন বুটিক Toive (টোয়াইভ) এ।






(ঢাকাটাইমস/৭এপ্রিল/বিইউ/জেডএ)