logo ০৩ মে ২০২৫
ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৬ ১৭:৩৩:৪৭
image



ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে ২৯ পয়েন্ট। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫১ পয়েন্ট। সূচক বাড়ার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির লেনদেন ও শেয়ারের দাম বেড়েছে।






দিন শেষে ডিএসই’র ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৮.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০৭৫ পয়েন্টে। এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৬৮৬ পয়েন্টে।






ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। এদিন লেনদেন হয়েছে ৪৩৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেশি।






এছাড়া দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনে চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮,৩০০ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত রয়েছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।






(ঢাকাটাইমস/৭এপ্রিল/এমআর)