logo ২০ এপ্রিল ২০২৫
বেড়েছে সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৬ ১৮:০৪:৫২
image



ঢাকা: সপ্তাহের প্রথম দিন রবিবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।   






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি ৯৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৯৬ লাখ টাকা।






আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার  ৩৭৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫০ পয়েন্টে।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৫ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।






(ঢাকাটাইমস/০৩এপ্রিল/জেবি)