logo ০৬ মে ২০২৫
ডিএসই’র ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ঢাকাটাইমস ডেস্ক
০১ এপ্রিল, ২০১৬ ১৯:১৫:৪৩
image



ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেকহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।



বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশ অনুমোদিত করা হয় বলে আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেকহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০১৪-২০১৫ অর্থবছরের ডিএসইরপরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং ৩০ জুন ২০১৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়। একই সঙ্গে পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।  



১৫ মার্চ ২০১৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচন ২০১৬ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় এবং বোর্ডে নতুন পরিচালক অন্তর্ভুক্ত করা হয়।  সভায় পরিচালনা পর্ষদ থেকে এ বছর অবসরপ্রাপ্ত  পরিচালক শরীফ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হন ডিএসই`র সাবেক প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান।



সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। এসময় বক্তব্য রাখেন ডিএসইর সাবেক প্রেসিডেন্ট  মো. রকিবুর রহমান,  কাজী ফিরোজ রশিদ,  আহসানুল ইসলাম টিটু,  রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক  আহমদ রশিদ লালি, বুলবুল সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদেক।






(ঢাকাটাইমস/০১এপ্রিল/জেবি)