ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৬ ১৬:৪৫:২৮

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শেষ হয়েছে চলতি সপ্তাহের শেয়ারবাজারের লেনদেন। বেশির ভাগ কোম্পানির দরবৃদ্ধিতে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের পরিমাণও বেড়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ২২.২৪ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩৫৭.৫৩ পয়েন্টে। বুধবার সূচক বেড়েছিল ২৩.৪৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩১৫টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর। দিনশেষে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৯৬ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৪৪ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। দিনশেষে কোম্পানিটির ২১ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আমান ফিডের লেনদেন হয়েছে ১৯ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকা। ১৩ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ওরিয়ন ইনফিউশান্স, কেয়া কসমেটিকস, কেডিএস এক্সেসরিজ, ড্রাগন সোয়েটার, কাশেম ড্রাইসেল, এএফসি এগ্রোবায়োটেক, ফু-ওয়াং সিরামিকস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩৭.৫১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮১৪৮.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ারের দর।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এমআর)