logo ২০ এপ্রিল ২০২৫
লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৬ ১২:১৬:৪৬
image



ঢাকা: মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়েছে।






বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় এই প্রবণতা লক্ষ্য করা যায়। এর আগে মঙ্গলবার ও বুধবার দেশের দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হয়েছে। তার আগে টানা পাঁচ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।






আজ সপ্তাহের শেষ কার্যদিবসে প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বাড়তে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৪,১৫৬ পয়েন্টে অবস্থান করছে। অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ১৪পয়েন্ট।






দুপুর সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি।






অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটির বেশি। লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।






(ঢাকাটাইমস/৩১মার্চ/এমআর)