টপটেন গেইনারের শীর্ষে সামিট অ্যালায়েন্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৬ ১২:৫২:৪১
ঢাকা: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয় ৪২ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানির ২৪ লাখ ৭৩ হাজার ৬০০টি শেয়ার ২ হাজার ৪৬৫ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি। এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যাল, ডেল্টা ব্রাক হাউজিং, জিকিউ বলপেন, নিটল ইন্স্যুরেন্স, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
(ঢাকাটাইমস/০৬এপ্রিল/জেবি)