logo ২০ এপ্রিল ২০২৫
দুই বাজারেই সূচক নিম্নমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৬ ১৮:০৯:০২
image



ঢাকা: সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে দুই বাজারেই।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির। আর দর কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।






ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৩০ কোটি ২৭ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৪৩ লাখ টাকা।






আজ ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৪৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮১ পয়েন্টে।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩১ পয়েন্টে।






আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।






(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেবি)