logo ১৪ জুলাই ২০২৫
গরমে মশা তাড়ানোর ঘরোয়া কৌশল
ঢাকাটাইমস ডেস্ক
১৬ এপ্রিল, ২০১৬ ০০:০৯:২৬
image



গরমকালে মশার উৎপাত একটু বেশি হয়। প্রতিদিনই আপনি মশার কামড় খাচ্ছেন। কখনো নিজের অজান্তে। জেনে নিন কোন কোন ঘরোয়া টোটকার সাহায্যে মশার হাত থেকে মুক্তি পেতে পারেন।—






-নিম তেল: গায়ে নিমের তেল মেখে নিন কিছুটা। এতে প্রায় ৮ ঘণ্টা মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না।






-কর্পূর: ঘরের দরজা জানলা বন্ধ করে  কিছুটা কর্পূরে আগুন ধরিয়ে ঘরের ভিতর রেখে দিন। মশা পালাবে।






-তুলসী: জানলার কাছে তুলসি গাছ লাগান। এতে বাড়ির কাছাকাছি মশার জন্ম রোধ হবে।






-রসুন: জলে কয়েক কোয়া রসুন সিদ্ধ করে সেই জলটা ছিটিয়ে দিন ঘরের মধ্যে। মশা আসবে না।






-টি ট্রি অয়েল: ভেপোরাইজারের মাধ্যমে এই তেল চারদিকে ছড়িয়ে দিন। ঘর মশামুক্ত হবে।






-ল্যাভেন্ডার: এতে শুধু যে ঘর সুগন্ধিত হবে তা-ই নয়, মশাও পালাবে।






(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেডএ)