logo ১৬ মে ২০২৫
২২ মে শবে বরাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৬ ১৯:৪১:১৯
image



ঢাকা: আগামী ২২ মে রবিবার সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত বা শবে বরাত পালিত হবে। আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।






এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. আমজাদ আলী।






জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৮ মে রবিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৯ মে সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।






এই পরিপ্রেক্ষিতে, আগামী ১৪ শাবান ১৪৩৭ হিজরি, ৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ ২২ মে ২০১৬ খ্রিস্টাব্দ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাআত পালিত হবে।






সভায়, প্রধান অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম (যুগ্মসচিব), মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শাফায়াত মাহবুব, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/০৭মে/জেবি)