ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র শবে বরাত পালিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মে, ২০১৬ ০৯:৩৫:৩৫
ঢাকা: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রবিবার পালিত হয়েছে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে সারাদেশে মসজিদে বা ঘরে রাত জেগে ইবাদত-বন্দেগি করছেন মুসুল্লিরা।
অনেকে দিনে রোজাও রেখেছিলেন। অনেকে মসজিদের বাইরে বসে থাকা গরিব-অসহায় মানুষদের সহায়তাও করেন।
পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন ছিলেন। জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে- হালুয়া, ফিরনি, রুটিসহ বিভিন্ন রকম খাবার। এসব খাবার বিতরণ করা হয় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে। সন্ধ্যার পরে অনেকে কবরস্থানে গিয়ে চিরনিদ্রায় শায়িত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়াও করেন।
(ঢাকাটাইমস/২৩ মে/এলএ)