logo ০৯ জুলাই ২০২৫
অলংকারের দোকান থেকে বানরের টাকা লুট (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
০৮ জুন, ২০১৬ ১৮:৪১:৩৪
image



ঢাকা: খাবার ‍চুরি, এটা-সেটা নিয়ে যাওয়া- বানরের এসব কীর্তি নতুন কিছু নয়। কিন্তু কখনো শুনেছেন, দোকানে ঢুকে মালিকের সামনে ক্যাশবাক্স খুলে টাকার বান্ডিল নিয়ে যাওয়ার কথা?






ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুর শহরে ঘটেছে এমনই এক ঘটনা।






গত ২৩ মে সেখানকার এক অলংকারের দোকানে ঢুকে ১০ হাজার রুপি লুট করে এক বানর।






সিসিটিভি ফুটেজে ধারণ করা বানরের টাকা লুটের ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।  






ওই ভিডিওতে দেখা যায়, বানরটি একটি অলংকারের দোকানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দোকান মালিক দরজা খুলে তাকে একটি পেয়ারা খেতে দেয়। কিন্তু পেয়ারা পছন্দ হয়নি তার। বানরটি দোকানে প্রবেশ করে মালিকের চেয়ারে লাফ দিয়ে বসে পড়ে। সেখানে ডেস্কের ড্রয়ার খুলে এক বান্ডিল টাকা বের করে নেয়।






দোকান মালিক তা দেখে তাৎক্ষণিক খাবার দিয়ে টাকা ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু বানরটি তার মিশন সম্পন্ন করে দরজা খুলে দ্রুত চলে যায়।






দোকান মালিক তার পিছু নেয়ার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত বানরের খোঁজ পেতে ব্যর্থ হন তিনি। সূত্র: এনডিটিভি।






(ঢাকাটাইমস/৮জুন/এসআই/মোআ)