logo ০৮ জুলাই ২০২৫
বিশ্বে শান্তির দেশ মাত্র ১০টি
ঢাকাটাইমস ডেস্ক
০৮ জুন, ২০১৬ ২২:৪৩:১৪
image



ঢাকা: যুদ্ধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থনৈতিক মন্দা ইত্যাদি নানা কারণে বিশ্বের অধিকাংশ দেশ অস্থিতিশীল হয়ে পড়ছে। শান্তি আসলে হারিয়ে যেতে বসেছে। এর ফলে মানুষের জীবন অনিরাপদ হয়ে পড়ছে।






গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী, পুরো বিশ্বে মাত্র ১০টি শান্তিপূর্ণ দেশ রয়েছে যা পুরোপুরি দ্বন্দ্ব-সংঘাতমুক্ত। 






মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিগ্রহ, শরণার্থী সঙ্কটের সমাধানের অভাব এবং ব্যাপক সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত্যুহার বৃদ্ধি বিশ্ব শান্তি নষ্টের অন্যতম কারণ। ২০১৫ সালের তুলনায় ২১০৬ সালে বিশ্ব শান্তি পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। বর্তমানে বিশ্বে খুব অল্প সংখ্যক দেশ রয়েছে যেখানে সত্যিকার অর্থে শান্তি বিরাজমান।






অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিস(আইপি) গত দশ বৎসর যাবৎ এই সূচক প্রকাশ করে আসছে।






তাদের তালিকায় ২০১৬ সালের সবচেয়ে শান্তিপূর্ণ দশটি দেশ হচ্ছে-বতসোয়ানা, চিলি, কোস্টারিকা, জাপান, মরিশাস, পানামা, কাতার, সুইজারল্যান্ড, উরুগুয়ে এবং ভিয়েতনাম। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।   






(ঢাকাটাইমস/৮জুন/এসআই/এআর/ঘ.)