ঢাকা: ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর জানসি। সেখানেই বসবাস করেন অমিত তিওয়ারি (৬৫)। একটি সিনেমা হলে চাকরি করেন তিনি। কিন্তু তরুণ বয়সে অমিত তিওয়ারি হতে চেয়েছিলেন অন্য কিছু। তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় অমিতের বাবা। শেষপর্যন্ত নিজের সব স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য হন তিনি। সম্প্রতি গুগুল ইন্ডিয়া বাবা দিবসকে উদ্দেশ্যে করে বানিয়েছে অসাধারণ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘দ্য হিরো-এ বলিউড স্টার’ নামে চলচ্চিত্রটি ১৬ জুন ইউটিউবে প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া।
চাকরি থেকে অবসর গ্রহণের পর বাবাকে মুম্বাই নিয়ে যেতে চায় ছেলে। কিন্তু বাবা শপথ নিয়েছেন তিনি আর কোনো দিনই মুম্বাই যাবেন না। কারণ বাবা অমিত তিওয়ারির স্বপ্ন ছিল বলিউড তারকা হবেন। স্বপ্নপূরণে তিনি মুম্বাইও গিয়েছিলেন আজ থেকে ৪০ বছর আগে। একটি ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু তার স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় অমিতের বাবা। তিনি মুম্বাই থেকে ছেলেকে বাড়িতে ফেরত নিয়ে আসেন। কারণ অমিতের বাবা চান না ছেলে চলচ্চিত্রে জগতে কাজ করুক। এতে মন ভেঙে যায় অমিতের। চাকরি নেন স্থানীয় একটি সিনেমা হলে। এরপর তিনি কসম খান, আর কোনো দিনই ফিরে যাবেন না মুম্বাইয়ে।
অমিতের ছেলে জেদ করেন। বাবা-মাকে যে করেই হোক মুম্বাই নিয়ে যাবেনই। বাবার স্বপ্ন পূরণে ছেলে এক বুদ্ধি আঁটেন। বেড়ানোর কথা বলে ছেলে বাবাকে নিয়ে যায় বলিউডের বিখ্যাত ছবি ‘শোলে’র শুটিং স্পটসহ বিভিন্ন জায়গায়। বাবাকে নিয়ে নির্মাণ করে ফেলেন একটি চলচ্চিত্র। অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর ডায়ালগ রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে। চলুন দেখা নেয়া যাক চলচ্চিত্রটি: