logo ১৫ মে ২০২৫
জুমাতুল বিদা: মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুলাই, ২০১৬ ১৬:২৫:৪৭
image



ঢাকা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার দেশব্যাপী জুমাতুল বিদা পালিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।






বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল আজ মুসল্লিদের উপচেপড়া ভিড়। বেশির ভাগ মসজিদেই মুসল্লিদের স্থান সঙ্কুলান হয়নি। অনেকে মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তবে জুমার আগে বৃষ্টি হওয়ায় মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয়।






রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগির পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে সব মসজিদে আলোচনা করা হয়।






প্রসঙ্গত, রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। রমজানের অন্যান্য জুমার চেয়ে এর গুরুত্ব বেশি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধ বা বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ হিসেবে এবার রমজানের শেষ শুক্রবার আজই।






(ঢাকাটাইমস/০১জুলাই/জেবি)