ভ্রমণের জন্য সেরা আইসল্যান্ড
ঢাকাটাইমস ডেস্ক
০৪ জুলাই, ২০১৬ ১৬:০৪:৪৪

ঢাকা: নিরাপদ ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ভরা কোনো দেশে ভ্রমণের কথা ভাবছেন? তাহলে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন সুদৃশ্য পাহাড়, ঝর্ণা, সমুদ্র এবং বরফ আচ্ছাদিত ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত আইসল্যান্ডে। সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্সের জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ অবকাশ কেন্দ্রের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে আইসল্যান্ড।
বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে সবচেয়ে কম হত্যা এবং জনসংখ্যার হারের দিক দিয়ে আইসল্যান্ড গত ছয় বছর ধরে শীর্ষ অবস্থানে রয়েছে। সহিংসতা রোধে প্রতি বৎসর এই দেশটি ২৪২ মিলিয়ন ডলার ব্যয় করে। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও অস্ট্রিয়া। কম অস্ত্র আমদানি এবং শান্তিপূর্ণ গণতন্ত্রের জন্য অস্ট্রিয়া এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সংঘর্ষে খুব কমই জড়িত নিউজিল্যান্ড। শান্তির দেশ হিসেবে নিউজিল্যান্ডের অবস্থান চতুর্থ।
সামান্য পরিমাণে অভ্যন্তরীণ সহিংসতা থাকা সত্ত্বেও উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও কম মরণাস্ত্র ব্যবহারের কারণে পঞ্চম অবস্থানে রয়েছে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতার দেশ পর্তুগাল।
চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, কানাডা এবং জাপান রয়েছে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম স্থানে।
(ঢাকাটাইমস/০৪জুলাই/এসআই/জেবি)