সত্যিকারের হাল্ক!
ঢাকাটাইমস ডেস্ক
০১ জুলাই, ২০১৬ ১২:৪৩:৩৯
ঢাকা: হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘হাল্ক’ অনেকেই দেখেছেন৷ শুধু চলচ্চিত্রে নয়, বাস্তবেও এ রকম হাল্কদের দেখা মিলছে৷ তাদের একজন আইসল্যান্ডের সবচেয়ে শক্তিশালী মানুষ হাইফর জুলিয়াস বিয়র্নসন৷ ‘এইচবিও’ সিরিজ ‘গেম অফ থ্রোনসে’ অভিনয় করার সুবাদে ‘দ্য মাউন্টেন’ বলেই পরিচিত তিনি৷ তবে হাইফরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর লাগে ‘ইরানিয়ান হাল্ক’ হিসেবে পরিচিত সাজাদ ঘারিবিকে৷ তাকে ‘পার্সিয়ান হারকিউলিস’ বলেও ডাকা হয়।
চব্বিশ বছর বয়সী এই পাওয়ার লিফ্টার এখন ইন্টারনেট সেনসেশন৷ ১৭৫ কেজি ওজনের সাজাদ ঘারিবির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এক লাখের ওপরে। সাজাদ নিয়মিত জিম এবং বক্সিং চর্চা করেন। ইরানের বডিবিল্ডিং প্রতিযোগিতায়ও তিনি অংশগ্রহণ করেছেন। তবে সাজাদ জানিয়েছেন, তার শরীরে জেনেটিক্যালিই এমন।
সাম্প্রতিক তথ্য হচ্ছে, সাজাদ ইরানি সেনা বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন। খুব শীঘ্রই তিনি সিরিয়াতে আসাদ বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে যাবেন।
(ঢাকাটাইমস/০১জুলাই/এসআই/ এআর /ঘ.)