logo ০৭ জুলাই ২০২৫
মেয়েদের দেশীয় পোশাকের সমাহার ‘হুর নুসরাত’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৬ ২০:৪০:৪৬
image



ঢাকা: ঈদ কেনাকাটায় অনলাইন মাধ্যমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর পছন্দের পোশাক যদি ঘরে বসেই পাওয়া যায় তাহলে কে চায় কষ্ট করে মার্কেটে যেতে। দেশীয় কাপড় আর নান্দনিক ডিজাইনের মেয়েদের কাপড়ের সমাহার রয়েছে ‘হুর নুসরাত’ নামের অনলাইন শপে। চাইলেই আপনি চোখ বুলাতে পারেন এদের ফেসবুক পেইজে (https://www.facebook.com/HURnusrat/)






দেশীয় কাপড় ও ডিজাইনকে বিশ্বব্যাপী পরিচিত করার আশা নিয়ে নুসরাত আক্তার লোপা ২০১৫ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে চালু করেন ‘হুর নুসরাত’।






এই অনলাইন শপের বিশেষত্ব কী জানতে চাইলে নুসরাত আক্তার লোপা ঢাকাটাইমসকে বলেন, ‘দেশীয় তাঁতীদের নিয়েই আমরা কাজ করছি। আমরা ভেজিটেবল ডাই, হ্যান্ড লুম, তাতের জিনিসপত্র, জামদানি, মসলিন এসব নিয়ে কাজ করি। সবগুলোই আমাদের দেশীয়। এগুলো বাংলাদেশের পরিচয়ে পরিচিত।’






নুসরাত জানান, কাপড় সংগ্রহ থেকে শুরু করে এসবের ডিজাইন করা তারপর সেগুলো বানানোর জন্য কারিগরদের বুঝিয়ে দেয়া এসব তিনি নিজেই করেন। এতে ‘হুর নুসরাতের’ জামা-কাপড়গুলো অন্যদের থেকে আলাদা হয় বলে মনে করেন তিনি। পোশাকের দাম ১৪০০ থেকে শুরু করে সাধারণত ১২ হাজারের মধ্যে বলে জানান নুসরাত।






ভবিষ্যতে একটি শো-রুম  দেয়ার পরিকল্পনা আছে বলে জানান নুসরাত। যেখানে থাকবে দেশীয় কাপড়ের সমাহার। ‘হুর’ মানেই দেশীয় কাপড়-এমন একটা ব্র্যান্ডে নিজের অনলাইন শপকে পরিচিত করতে চান তিনি।






নুসরাত বলেন, আমাদের এই উদ্যোগে অনেকে অনুপ্রাণিত হচ্ছে। দেশের বাইরে থেকেও ফোন আসছে। সবাই খুব এপ্রিসিট করছে।






কাপড়ের অর্ডার সম্পর্কে নুসরাত বলেন, ‘হুর নুসরাত’ পেইজে অনেক কাপড় রয়েছে সেখান থেকে পছন্দ করে আমাকে ইনবক্সে কাপড়ের ছবি দিয়ে থাকেন ক্রেতারা। এরপর জামার জন্যে মাপ দিয়ে দেন। সব ঠিক থাকলে অর্ডার কনফার্ম করা হয়। সাধারণত ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেয়া হয়।






‘হুর নুসরাতে’ ছেলেদের পোশাক নেই কেন জানতে চাইলে নুসরাত বলেন, আসলে ব্যস্ততার জন্য ছেলেদের পোশাক বানানো হয় না। একেবারে পরিচিত কারো  দু-একটা অর্ডার নেয়া হয়। তবে সামনে ইচ্ছে আছে ছেলেদের পোশাক নিয়েও কাজ করার।






কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌঁছে দেয়া হয় বলে জানান নুসরাত। আর এর জন্য আলাদা কোনো চার্জ নেয়া হয় না। সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া বিকাশের মাধ্যমেই পেমেন্ট নেন তিনি। দেশের বাইরে থেকে অ্যাকাউন্ট পেমেন্ট, মানিগ্রাম , ট্রান্সফার ফাস্ট ( TF), ওয়েস্টার্র্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকেন।






সাধারণত অনেকে বিদেশি পণ্য নিয়ে অনলাইন শপ খুলে, আপনি কেন দেশি পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন-এ প্রশ্নের জবাবে নুসরাত ঢাকাটাইমসকে বলেন, ‘আসলে দেশপ্রেম থেকেই এটা করা। যখন দেখি দেশের বাজারে বিদেশি পোশাক ছেয়ে গেছে তখন খুব কষ্ট হয়। মনে হয় আমাদেরইতো কত সুন্দর কাপড় রয়েছে। এখন প্রয়োজন সেই কাপড়কে নান্দনিক ডিজাইনে তুলে ধরা। ‘হুর নুসরাত’ সেটাই করে যাচ্ছে।






(ঢাকাটাইমস/২৮জুন/জেআর/জেবি)