logo ০৭ জুলাই ২০২৫
ঈদের ফ্যাশনে আবর্তন
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৬ ১৬:৪৫:৪০
image



ঢাকা:  কেনাকাটার উপলক্ষ্য এখন ঈদকে ঘিরে। আর তাই ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস আবর্তন নিয়ে এসেছে ক্রেতাদের জন্য বৈচিত্র্যময় পোশাক। রয়েছে কামিজ, শার্ট, কুর্তা, শাড়িসহ আরো অনেক কিছু। ক্রেতাদের জন্য আবর্তন ঈদে প্রতিবারের মতো এবারো রুচিশীল ও রঙবেরঙের পোশাক এনেছে তাদের শোরুমগুলোতে। 






আবর্তনের পোশাক পাওয়া যাবে যুমনা ফিউচার পার্ক (নিচতলা), ওয়ারি, সিদ্বেশ্বরী ও মিরপুর-১০ এর শোরুমে।






(ঢাকাটাইমস/২৬জুন/এজেড)