logo ০৭ জুলাই ২০২৫
ছোট্ট ছেলেটির কাছে শিখুন সঞ্চয়ের চমৎকার কৌশল
ঢাকাটাইমস ডেস্ক
২২ জুন, ২০১৬ ১৭:১৬:১২
image



ঢাকা: টাকা সঞ্চয় করা বেশির ভাগ মানুষের পক্ষেই বেশ ক্লান্তিকর এবং কষ্টসাধ্য একটি ব্যাপার। তবে নিউইয়র্কের এই ছোট্ট ছেলেটি টাকা খরচ এবং সঞ্চয় করার কৌশল সম্পর্কে আপনার ধারণাই পাল্টে দেবে। তাকে দেখে বড়রাও শিখতে পারেন কিভাবে চমৎকার উপায়ে টাকা খরচ এবং সঞ্চয় করতে হয়।    






‘হিউম্যানস অব নিউইয়র্ক’ নামে একটি ফেসবুকে পেইজে ২০ জুন ছোট্ট ছেলেটিকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। সেখানে সে বর্ণনা করেছে কিভাবে সে তার সপ্তাহিক ভাতা থেকে খরচ করে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করে।   






ছেলেটি বলে, “সাপ্তাহিক ভাতা বাবদ এক ডলার পাই। এরপর আমাকে বেছে নিতে হয়, কোন খাতে টাকা খরচ করব। এখানে চারটি খাত রয়েছে, ব্যয়, সঞ্চয়, দান এবং বিনিয়োগ। আমি যদি ‘বিনিয়োগ’ খাতে টাকা রাখি তাহলে বাবা-মা আমাকে অতিরিক্ত দুই পেনি মাস শেষে দেবেন। আমি সপ্তাহে মাত্র দুইবার ‘ব্যয়’ খাতে টাকা খরচ করি। আমার বিনিয়োগ খাতে ১০ ডলারের বেশি জমা আছে। আমার আরও বেশি টাকা জমা হতো। কারণ কিছু টাকা আমি তুলে ‘দান’ খাতে রেখেছি। যেসব লোকদের ব্যয় করার পর্যাপ্ত টাকা নেই, তাদের জন্য এই টাকা দিয়ে আমরা খাবার কিনে দিই।” 






আপনার যদি ছেলেটির টাকা খরচ করার কৌশলটি চমৎকার মনে না হয়, তাহলে ছেলেটি কিভাবে তার টাকা ব্যবহার করছে সেই পথটি বেছে নিতে পারেন। ছেলেটির মতো আমরা সবাই যদি এই পদ্ধতি অনুসরণ করি তাহলে বসবাসের জন্য এই পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে। 






(ঢাকাটাইমস/২২জুন/এসআই/জেবি)